কিশোরগঞ্জে এলজিইডি পরিবারের আরেকটি অর্জন!
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূ-খন্ডের, যার নাম বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদারদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনে। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি আমরা।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিচ্ছে। সরকারের আপ্রাণ চেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল হিসেবে স্বীকৃত। ক্ষুধা নিবারণ, দারিদ্র বিমোচন, শিল্পোন্নয়ন সহ সর্বক্ষেত্রে আজ উন্নয়নের ছোঁয়া লাগছে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এমন আরও অধিক জনকল্যাণ মুখী এবং আন্তরিক।
বঙ্গবন্ধুর নেতৃত্বে শহীদের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশ তার ৫০ বছর পূর্তি উদযাপন করছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা,২০২২” কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গত ১৭ই মার্চ অনুষ্ঠিত হয় যা ২৩ মার্চ সমাপ্ত হয়। উক্ত মেলায় ১১৪টি স্টলের মাঝে শ্রেষ্ঠ স্টলের পুরষ্কার পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস